Thursday, August 25, 2016

অ্যামেরিকান এক ক্লায়েন্ট এর সাথে গত কিছুদিন ধরে কাজ হচ্ছে। টি-শার্ট প্রোজেক্টে, আমাদের পুরো গ্রুপ কাজ করছে একসাথে। নতুন অনেক মুখ যোগ হয়েছে আমাদের গ্রুপে। আর ক্লায়েন্টও অনেক নাইস। প্রচণ্ড হেল্পফুল। অনেক কিছু শিখলাম ওর কাছ থেকে। ডিজাইন থিম, কনসেপ্ট, আন্দ্রয়েড আপ্লিকেশন ডেভেলপ করার সহজ সিস্টেম, ভাল রেট... সবকিছু মিলিয়ে এক চমৎকার অভিজ্ঞতা। আসলে ফ্রিলান্সিং, আউটসোরসিং এর কাজটাই মজার আর ভাবের। বাসায় বসে বসে আরামে বিদেশের কাজ কর আর ডলারে পেমেন্ট নাও। জটিল সিস্টেম। নো বস, নো অফিস, নো জ্যাম আর নো বেতন নিয়ে ঝামেলার কাহিনী। নিজস্ব স্বাধীনতা, আয়ের প্রাচুর্যতা, সন্মান জনক পেশা হিসেবে আনন্দ, ক্রিয়েটিভ কাজ, শিক্ষিত সব ক্লায়েন্ট, বিদেশীদের সাথে কাজ করার মজা এবং সর্বোপরি আন্তর্জাতিক মার্কেট প্লেসে বাংলাদেশের সুনাম এবং দেশের উন্নতি - সব দিক মিলিয়ে আউটসোঁরসিং, ফ্রিলান্সিং এর চাইতে মজার কাজ সম্ভবত আর নেই।  আর আশার কথা এই যে, এই মুহূর্তে বাংলাদেশে আউটসোঁরসিং, ফ্রিলান্সিং এর কাজ শেখা এবং শিখে কাজ শুরু করার এক চরম অবস্থা বিরাজ করছে। মাত্র কিছুদিন আগেও আউটসোঁরসিং, ফ্রিলান্সিং সম্পর্কে মানুষের ধারনা বলতে গেলে ছিলই না। আর এখন ক্লাস সেভেন এর ছাত্ররাও আসে জানতে এবং ক্লাস করতে। প্রতিদিন আসছে নতুন নতুন মুখ, যাদেরকে নিয়ে এক সময় সাধারন মানুষ চিন্তাও করতে পারত না যে, এরা একদিন ঘড়ে বসেই বিদেশীদের সাথে কাজ করবে। আর আজ তারাই বিদেশের মার্কেটে চরম সফলতার সাথে কাজ করছে বুক ফুলিয়ে। আমরা আরও আশাবাদী। আলহামদুলিল্লাহ।