জাগছে
বাংলা... বাধনহীন, ভয়হীন... ঝঞ্ঝার মত উদ্যমে আর আকাশের মত বাধাহীনতায়...
ফ্রিলান্সিং ... আউটসোরসিং... অনলাইন ইনকাম :)
ফ্রিলান্সিং ... আউটসোরসিং... অনলাইন ইনকাম :)
বর্তমানে বাংলাদেশের ১ নম্বর প্রফেশন হতে যাচ্ছে আউটসোরসিং, ফ্রিলান্সিং। মাত্র কিছুদিন আগেও যেখানে ঘড়ে বসে আয় করা এক সপ্নের নাম ছিল, আজ সেটা পরিস্কার বাস্তব।
আজ
কম্পিউটারে
কাজ
জানলে
স্বাধীনভাবে, নিজের বাসায় বসেই আয় করা যায় হাজার না, লক্ষ লক্ষ টাকা, তাও আবার টাকায় না, ডলারে।
আর বাংলাদেশের টার্গেটেড, বছরে বিলিয়ন ডলার আয় করা কোন ব্যাপারই না কারন এখন প্রতিদিন অসংখ্য মানুষ আসে আউটসোরসিং, ফ্রিলান্সিং এর ব্যাপারে জানতে, শিখতে। দুদিন আগে যারা ছিল বেকার, চাকুরী, বাবসা না পেয়ে চরম হতাশ, তারাই এখন নিজ ঘড়ে বসে আয় করছে লক্ষ লক্ষ টাকা... যার কারনে তারা এখন আত্মপ্রত্যয়ী । এখন থেকে ৬ মাস আগেও যেখানে সাধারন মানুষের কাছে আউটসোরসিং এর মাধ্যমে বাসায় বসে আয় করা সপ্নের মত ছিল, আজ ৬ মাস পরে সেখানে ক্লাস সেভেন এর ছাত্ররাও আউটসোরসিং এর মাধ্যমে ডলার ইনকাম করছে। আর এক্ষেত্রে বরিশাল আউটসোরসিং এর পিচ্চি বাহিনী ব্যাপক এগিয়ে যাচ্ছে।
ভাল লাগে, যখন দেখি যে, ছেলে, মেয়ে, বুড়া, কড়া, সবাই আসে আমাদের কাছে আউটসোরসিং শিখতে। বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে টেকনোলজির উপরে আর তার সাথে আজ তাল মেলাতে এগিয়ে যাচ্ছে বাংলার বাহিনী। শুরু হয়েছে মুভমেন্ট, শুরু হয়েছে আই, টি খাতে বড় বাজেটের বৈদেশিক মুদ্রা আয়ের স্রোতধারা। আর এর ইমপ্যাক্ট পরবে সমাজের উপরে মাত্র কিছুদিন পরেই যখন এই নতুন ফ্রিলান্সাররা আয় করতে শুরু করবে কড়কড়ে ডলার আরও ব্যাপক পরিসরে।
আর আমার নিজের বেক্তিগত ভাললাগা হল যে, আমার মহান প্রভু আল্লহ জাল্লা জালালুহু আমাকে তার বান্দা বান্দিদের সাহায্য করার জন্য এমন এক পথ দিয়েছে, যার মাধ্যমে দূর করতে পারছি বহু হতাশ, বেকার, দুঃখী মানুষের দুঃখ আর হতাশা। যারা দুদিন আগেও বেকারত্তের অভিশাপে ছিল ক্লান্ত বিপর্যস্ত, তারাই আজ নতুন উদ্যমে শুরু করেছে আউটসোরসিং, দূর করছে তাদের জীবনের ব্যার্থতা আর মলিনতা। ফুটে উঠতে শুরু করেছে সেই সব মলিন, প্রায় পরাজিত সব মুখে অনাবিল আনন্দের আর আত্মপ্রত্যয়ের হাসি। ভাল লাগে, যখন দেখি মহান প্রভু আমার মত গোলামকে দিয়ে তার অনেক বান্দা বান্দিদের আয়ের বাবস্থা করাচ্ছে ।বউ বাচ্চা, মা-বাবাকে নিয়ে একসাথে আনন্দময় জীবন কাটানোর প্রয়োজনীয় ফুয়েল (টাকা) অর্জন করতে তাদের পাশে দাড়াতে পারার জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। মরে চলেই তো যাব একদিন মহামহিম প্রভুর কাছে, তখন অন্তত কিছু ভাল প্রাপ্তি থাকবে ইন-শা-আল্লহ আমার আমলনামার ট্যাব এ কিয়ামতের দিন। :) প্রশান্তিতে মন ভঁরে যায় সেই সব আনন্দিত বান্দা বান্দিদেরকে দেখলে যারা আজ অনেক সুখি, অনেক আত্মবিশ্বাসী।
আরেকটা ভাল লাগা হল যে, বাংলাদেশের একটা বিভাগীয় শহরে অনলাইন আয়ের কাজ আউটসোরসিং-ফ্রিলান্সিং শেখানোর ক্ষেত্রে আমরা বরিশাল আউটসোরসিং ই বস। আমাদের ছেলে মেয়েরাই একমাত্র রিয়েল ডলার ইনকাম করছে সরাসরি, কোর্স শেষ হবার আগে থেকেই।
তাই সব কথার শেষে আমার বলার কথা শুধু একটাই। সেটা হল... "আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন"... সমস্ত প্রসংসাই বিশ্বজগতের পালনকর্তা মহামহিম আল্লহ জাল্লা শানুহুর জন্য। যিনি রব সমগ্র আসমান্, জমিন এবং সমগ্র সৃষ্টির।
ভাল লাগে, যখন দেখি যে, ছেলে, মেয়ে, বুড়া, কড়া, সবাই আসে আমাদের কাছে আউটসোরসিং শিখতে। বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে টেকনোলজির উপরে আর তার সাথে আজ তাল মেলাতে এগিয়ে যাচ্ছে বাংলার বাহিনী। শুরু হয়েছে মুভমেন্ট, শুরু হয়েছে আই, টি খাতে বড় বাজেটের বৈদেশিক মুদ্রা আয়ের স্রোতধারা। আর এর ইমপ্যাক্ট পরবে সমাজের উপরে মাত্র কিছুদিন পরেই যখন এই নতুন ফ্রিলান্সাররা আয় করতে শুরু করবে কড়কড়ে ডলার আরও ব্যাপক পরিসরে।
আর আমার নিজের বেক্তিগত ভাললাগা হল যে, আমার মহান প্রভু আল্লহ জাল্লা জালালুহু আমাকে তার বান্দা বান্দিদের সাহায্য করার জন্য এমন এক পথ দিয়েছে, যার মাধ্যমে দূর করতে পারছি বহু হতাশ, বেকার, দুঃখী মানুষের দুঃখ আর হতাশা। যারা দুদিন আগেও বেকারত্তের অভিশাপে ছিল ক্লান্ত বিপর্যস্ত, তারাই আজ নতুন উদ্যমে শুরু করেছে আউটসোরসিং, দূর করছে তাদের জীবনের ব্যার্থতা আর মলিনতা। ফুটে উঠতে শুরু করেছে সেই সব মলিন, প্রায় পরাজিত সব মুখে অনাবিল আনন্দের আর আত্মপ্রত্যয়ের হাসি। ভাল লাগে, যখন দেখি মহান প্রভু আমার মত গোলামকে দিয়ে তার অনেক বান্দা বান্দিদের আয়ের বাবস্থা করাচ্ছে ।বউ বাচ্চা, মা-বাবাকে নিয়ে একসাথে আনন্দময় জীবন কাটানোর প্রয়োজনীয় ফুয়েল (টাকা) অর্জন করতে তাদের পাশে দাড়াতে পারার জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। মরে চলেই তো যাব একদিন মহামহিম প্রভুর কাছে, তখন অন্তত কিছু ভাল প্রাপ্তি থাকবে ইন-শা-আল্লহ আমার আমলনামার ট্যাব এ কিয়ামতের দিন। :) প্রশান্তিতে মন ভঁরে যায় সেই সব আনন্দিত বান্দা বান্দিদেরকে দেখলে যারা আজ অনেক সুখি, অনেক আত্মবিশ্বাসী।
আরেকটা ভাল লাগা হল যে, বাংলাদেশের একটা বিভাগীয় শহরে অনলাইন আয়ের কাজ আউটসোরসিং-ফ্রিলান্সিং শেখানোর ক্ষেত্রে আমরা বরিশাল আউটসোরসিং ই বস। আমাদের ছেলে মেয়েরাই একমাত্র রিয়েল ডলার ইনকাম করছে সরাসরি, কোর্স শেষ হবার আগে থেকেই।
তাই সব কথার শেষে আমার বলার কথা শুধু একটাই। সেটা হল... "আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন"... সমস্ত প্রসংসাই বিশ্বজগতের পালনকর্তা মহামহিম আল্লহ জাল্লা শানুহুর জন্য। যিনি রব সমগ্র আসমান্, জমিন এবং সমগ্র সৃষ্টির।